ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বীরগঞ্জে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ চরমে: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রদীপ রায় জিতু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বীরগঞ্জ

প্রকাশিত: ০০:২৮, ২৩ মে ২০২৫; আপডেট: ০০:৩০, ২৩ মে ২০২৫

বীরগঞ্জে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ চরমে: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলার বীরগঞ্জে গুরুত্বপূর্ণ সড়ক জামতলী-গোলাপগঞ্জ রোডের পুলহাট বাজার সংলগ্ন কালভার্টটি ভেঙে গিয়ে স্থানীয় জনগণের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। প্রায় এক মাস ধরে কালভার্টটির অর্ধেকের বেশি অংশ ধসে পড়লেও এখনো কোনো সংস্কার কাজ শুরু হয়নি, যার ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এই ব্যস্ততম রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ধান, চাল, ভুট্টা, কাঁচামালসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের জন্য এটি একটি অন্যতম রুট। পথচারীদের পাশাপাশি ট্রাক, পিকআপ, ভ্যান, অটোরিকশা, গরুবাহী নছিমন ও মাইক্রোবাস চলাচল করত। কিন্তু বর্তমানে ধসে পড়া কালভার্টটির কারণে যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, এই সড়ক দিয়েই আমরা আমাদের উৎপাদিত পণ্য বাজারজাত করি। এখন বিকল্প পথে যেতে হচ্ছে, যার ফলে পরিবহন খরচ বেড়ে গেছে দ্বিগুণ। এতে লোকসান গুনতে হচ্ছে।

একই অভিযোগ করলেন ভুট্টা ব্যবসায়ী মনসুর আলী, কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে বড় ট্রাক চলাচল বন্ধ। পণ্য পরিবহনের জন্য ভ্যান বা ছোট পিকআপে মাল পাঠাতে হচ্ছে, তাও জীবনের ঝুঁকি নিয়ে কাঠের তক্তার ওপর দিয়ে। 

রাতের বেলা কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় কালভার্টের ধসে পড়া অংশে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অনেক সময় মোটরসাইকেল, রিকশা বা ভ্যান গর্তে পড়ে আহত হচ্ছেন পথচারীরা।

স্থানীয় দোকানদার ও পোলট্রি ব্যবসায়ী আব্দুল মতিন প্রধান জানান, প্রায় এক মাস ধরে কালভার্টটি ভেঙে আছে। অথচ কেউ দেখতে আসেনি। আমরা দিনের পর দিন ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছি। আমরা চাই দ্রুত এই কালভার্টটির মেরামত কাজ শুরু হোক।
এলাকার স্থানীয় ওয়ার্ড সদস্য হাসিনুর রহমান বলেন, এটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। কালভার্টটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার পথে। আমি ব্যক্তিগতভাবে উপজেলা প্রকৌশলী অফিসে জানিয়ে এসেছি।

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মেদ বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিয়েছি। রিপোর্ট পাওয়ার পর দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করে কালভার্টটি মেরামতের পদক্ষেপ নেওয়া হবে।

আলীম

×