
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরকে (সিপিইসি) এবার আফগানিস্তান পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে ইসলামাবাদের তরফে দাবি করা হল। সেইসঙ্গে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ত্রিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়েও একমত হয়েছেন তিন দেশের বিদেশমন্ত্রী।
আর পাকিস্তানের তরফে সেই ঘোষণা করা হয়েছে বেজিংয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলাওয়াই আমির খান মুট্টাকি, চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের বৈঠকের পরে। দীর্ঘদিন ধরেই তিনটি দেশের বিদেশমন্ত্রীদের একটি ত্রিপাক্ষিক আলোচনার মঞ্চ আছে। কিন্তু কাবুল ও ইসলামাবাদের ক্রমবর্ধমান সংঘাতের কারণে অনেকদিন সেই বৈঠক হয়নি।
সেই আবহে তিন দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের পরে বেজিংয়ের তরফে দাবি করা হয়েছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় সম্মান রক্ষায় আফগানিস্তান এবং পাকিস্তানকে সমর্থন করে আসছে চীন। সিপিইসিকে যে আফগানিস্তান পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলেও বেজিংয়ের তরফে দাবি করা হয়েছে।
আর যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে আফগানিস্তানকেও যুক্ত করা হচ্ছে বলে দাবি করেছে বেজিং এবং ইসলামাবাদ, তা নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে ভারত। কারণ সেই প্রকল্প পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যায় । সেই প্রকল্পকে আফগানিস্তান পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে চীন এবং পাকিস্তান যে দাবি করেছে, তা নিয়ে আপাতত অবশ্য ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
শুধু তাই নয়, এমন একটা সময় সেই সম্প্রসারণের দাবি করেছে চীন এবং পাকিস্তান, যখন কাবুল এবং ইসলামাবাদের মধ্যে সংঘাত বাড়ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ফুয়াদ