ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব বিষয়

প্রকাশিত: ১২:৩৭, ২২ মে ২০২৫; আপডেট: ১২:৩৮, ২২ মে ২০২৫

নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব বিষয়

ছবিঃ সংগৃহীত

ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ এবং কাগজপত্রের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনায় অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে।

নতুন নির্দেশনায় যা যা বলা হয়েছে:

১. অনলাইন আবেদন বাধ্যতামূলক: ই-পাসপোর্টের ফরম কেবল অনলাইনে পূরণ করা যাবে। কোনো কাগজপত্র সত্যায়ন বা ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই।
২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ: আবেদন ফরম পূরণে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে।
৩. অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী: যাদের NID নেই, তাদের পিতা বা মাতার NID নম্বর অবশ্যই দিতে হবে।
৪. বয়সভিত্তিক দলিল:

  • ১৮ বছরের নিচে: শুধুমাত্র BRC (ইংরেজি ভার্সন)
  • ১৮–২০ বছর: NID অথবা BRC
  • ২০ বছরের ঊর্ধ্বে: শুধুমাত্র NID (তবে বিদেশে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)

৫. অবশ্যই পূরণীয় ঘর: ফরমে তারকা চিহ্নিত সকল ঘর পূরণ করতে হবে।
৬. দত্তক/অভিভাবকত্ব: এ ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত আদেশ সংযুক্ত করতে হবে।
৭. ঠিকানা অনুযায়ী আবেদন: আবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
৮. অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট মেয়াদ: ১৮ বছরের নিচের আবেদনকারীদের ই-পাসপোর্ট ৫ বছরের জন্য এবং ৪৮ পৃষ্ঠার হবে।
৯. টেকনিক্যাল সনদ: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি প্রাসঙ্গিক সনদ আপলোড করতে হবে।
১০. সরকারি আদেশ: জিও (GO), NOC, PRL আদেশ, পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
১১. বিবাহ সংক্রান্ত দলিল: বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা প্রয়োজনে দাখিল করতে হবে।
১২. ফি ও ভ্যাট: দেশে আবেদন করলে নির্ধারিত ফি, ভ্যাট ও প্রযোজ্য চার্জ দিতে হবে। বিদেশে আবেদন করলেও নির্ধারিত ফি প্রযোজ্য হবে।
১৩. কূটনৈতিক পাসপোর্ট: আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করতে হবে।
১৪. জরুরি আবেদন: অতিজরুরি পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স সনদ দাখিল করতে হবে। সময়সীমা নিম্নরূপ:

  • ২ কর্মদিবস: অতিজরুরি
  • ৭ কর্মদিবস: জরুরি
  • ১৫ কর্মদিবস: রেগুলার

১৫. আবেদনের সময় মূল দলিল: মূল NID, BRC এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ বা সরকারি আদেশ দেখাতে হবে।
১৬. রিইস্যু ও হারানো পাসপোর্ট: রিইস্যুর ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এবং হারানোর ক্ষেত্রে জিডি ও ফটোকপি জমা দিতে হবে।
১৭. ৬ বছরের নিচে আবেদনকারী: ল্যাব প্রিন্ট করা ধূসর ব্যাকগ্রাউন্ডের ৩R সাইজের ছবি দিতে হবে।

এছাড়াও, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য শুধুমাত্র ৫ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর যে শর্ত ছিল, সেটি বাতিল করা হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.epassport.gov.bd/instructions/instructions

মারিয়া

×