ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তারাগঞ্জ বাজারের অর্ধেক রাস্তা এখন পথচারীদের গলার কাঁটা

মোঃ লাল মিয়া, তারাগঞ্জ, রংপুর

প্রকাশিত: ১১:৩৬, ১৬ জুলাই ২০২৫

তারাগঞ্জ বাজারের অর্ধেক রাস্তা এখন পথচারীদের গলার কাঁটা

রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজারের প্রায় সাড়ে ৪শ মিটার রাস্তা এখন পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও বছরের পর বছর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারাগঞ্জ বাজারের মূল সড়কটি নতুন চৌপথী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত বিস্তৃত। এটি একটি ব্যস্ততম সড়ক; কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত জনসাধারণ চলাচল করে এ পথে।

প্রায় এক বছর আগে নতুন চৌপথী বাসস্ট্যান্ড থেকে উপজেলা শহীদ মিনার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ হয়। কিন্তু এর পরবর্তী অংশ—অর্থাৎ প্রায় সাড়ে ৪শ মিটার রাস্তা—রয়ে গেছে জরাজীর্ণ ও ভগ্নদশাগ্রস্ত। রাস্তার ইট উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে, সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে থাকে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

বাজারের ফল ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, আমি রাস্তার পাশে ভাড়া করে ফল বিক্রি করি। রাস্তার গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে খুব কষ্ট হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার হলে আমাদের উপকার হবে।

কসমেটিকস ব্যবসায়ী মাহী রায় বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ছে। লোকজন চলাচল করতে চায় না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, আমি গরিব মানুষ। ভ্যান চালিয়ে সংসার চালাই। এই রাস্তায় যাত্রীরা উঠতে চায় না। আগে যেখান থেকে ৫ টাকা করে আয় হতো, এখন সেটাও কমে গেছে। রাস্তার কাজ হলে আমাদের মতো গরিব ভ্যানচালকদের অনেক উপকার হবে।

পথচারী আরাফাত হোসেন বলেন, কত দিন ধরে রাস্তাটি এই অবস্থায় পড়ে আছে, যেন দেখার কেউ নেই। বৃষ্টির দিনে তো চলাচল করাই মুশকিল। দ্রুত রাস্তার সংস্কার দরকার।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আলী বলেন, এই রাস্তাটি উপজেলা প্রকৌশল বিভাগের নয়, এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, তারাগঞ্জ বাজারের সড়কের অবস্থা সম্পর্কে আমরা জানি। আগামী অর্থবছরে রাস্তার অর্ধেক অংশের সংস্কারকাজ করা হবে।

 

শেখ ফরিদ 

×