ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মইজ্জ্যারটেকে অটোরিকশায় ছিনতাই, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহত

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৩০, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৪, ১৬ জুলাই ২০২৫

মইজ্জ্যারটেকে অটোরিকশায় ছিনতাই, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় থেকে অটোরিকশায় যাত্রীবেশে তুলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মারধরের সময় তার দুটি দাঁত ভেঙে যায়। ছিনতাইকারীরা তার কাছ থেকে ছিনিয়ে নেয় বেতনের ২৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে, তবে বিষয়টি জানাজানি হয় পরদিন মঙ্গলবার।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ার জানান, তিনি ওই রাতে মইজ্জ্যারটেক থেকে অটোরিকশায় করে পটিয়ার আনজুরহাটের উদ্দেশে রওনা দেন। অটোরিকশায় আগে থেকেই যাত্রীবেশে বসে থাকা তিনজন ব্যক্তি ও চালক মিলে তাঁকে মনসা বাদাম এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। এরপর পাঁচজন মিলে তাঁকে বেধড়ক মারধর করে ছিনিয়ে নেয় সঙ্গে থাকা টাকা ও মোবাইল।

তিনি জানান, 'মারধরের সময় আমার দুটি দাঁত ভেঙে যায়। পরে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে আত্মীয়স্বজনের সহায়তায় বাড়িতে পৌঁছে দেয়।'

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার বর্তমানে কর্ণফুলীর কালারপুল এলাকার এস আলম গ্রুপের একটি কারখানায় চাকরি করেন। ঘটনার সময় তিনি কারখানা থেকে বেতন তুলে বাড়ি ফিরছিলেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, 'অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা থানায় এসে অভিযোগ করেছেন। আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েই তদন্ত শুরু করেছি।'

মুমু ২

×