ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চরফ্যাশনে কোরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু

হাসান লিটন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, চরফ্যাশন, ভোলা

প্রকাশিত: ০০:৪০, ২৩ মে ২০২৫; আপডেট: ০০:৪২, ২৩ মে ২০২৫

চরফ্যাশনে কোরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২৫ হাজার ৯১ টি গবাদিপশু। পুরো উপজেলার চাহিদা পূরণ করে এসব পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

উপজেলা প্রাণি-সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় গরুর খামার রয়েছে ১৮৬ টি, মহিষের খামার রয়েছে ৮২ টি, ছাগলের খামার রয়েছে ২৪ টি। এসব খামারীদের সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে প্রাণি সম্পদ ও ভেটেরিনারি বিভাগের ৭ টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম।

কোরবানি ঈদে পুরো উপজেলায় পশুর চাহিদা রয়েছে ২২ হাজার ৪৬৬ টি। আর গরু-মহিষ, ও ছাগল সহ প্রস্তুত রয়েছে ২৫ হাজার ৯১ টি পশু। যা চাহিদার চেয়ে ২৬ শ ২৫ টি পশু বেশি রয়েছে। এ উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।

সরেজমিনে উপজেলা সদর পশুর হাট,  শশীভূষণ পশুর হাট, ও দক্ষিণ আইচা পশুর হাটে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে খামারী ও গৃহস্থ এবং বেপারিরা গরু, মহিষ, ও ছাগল বেচাকেনা করছেন। আবার কেউ ক্রয় করার জন্য পশুর হাটে এসেছেন।

এসময় শশীভূষণ পশুর হাটে কথা হয় গরু ক্রেতা মহিউদ্দিনের সাথে তিনি বলেন,এবছর গরুর দাম অনেক কম। যে গরুর গত বছর ছিল ৭০ হাজার টাকা, সেই গরু এবার ৬০ হাজার টাকা কেনা সম্ভব। দেশের অন্য অন্য জেলা থেকে গরু আসা শুরু করলে সামনে আরও দাম কমবে বলে এমন আশা তার।

উপজেলার দক্ষিণ আইচার খামারি সিরাজ বলেন, এ বছর কোরবানির জন্য আমরা খামারে দেশি-বিদেশিসহ বিভিন্ন জাতের গরু প্রস্তুত করেছি। এগুলো স্থানীয়ভাবে এবং দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার গমের ভুষি, খৈল, খড়সহ অন্য খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির কারণে গরু পালনে হিমশিম খেতে হয়েছে। আশানুরূপ দাম পেলে এবার লাভবান হব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রাজন আলী জানান,এ উপজলায় যে পরিমাণ দেশিও গরু রয়েছে। তা কোরবানিতে এই উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠাতে পারবে গৃহস্ত ও খামারীরা। উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের পক্ষে হতে প্রতিদিন ৭ টি মেডিকেল টিম গ্রামে গিয়ে গৃহস্থ ও খামারীদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

আলীম

×