ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাগে কুরবানি দেওয়া যাবে কি? শায়খ আহমাদুল্লাহর ব্যাখা

প্রকাশিত: ২২:৩৩, ২২ মে ২০২৫

ভাগে কুরবানি দেওয়া যাবে কি? শায়খ আহমাদুল্লাহর ব্যাখা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার অন্যতম প্রধান ইবাদত কুরবানি। তবে অনেকেই অর্থনৈতিক বাস্তবতা বা সুবিধার জন্য গরু বা অন্যান্য পশু একাধিক ভাগে কুরবানি দিয়ে থাকেন। এ প্রসঙ্গে অনেকের মনেই প্রশ্ন থাকে—ভাগে কুরবানি দেওয়া শরিয়তসম্মত কি না? ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, ভাগে কুরবানি দেওয়া সম্পূর্ণরূপে শরিয়তসম্মত, তবে কিছু শর্ত ও নিয়মনীতির মধ্যে থাকতে হবে।

তিনি বলেন, "একটি গরুতে সর্বোচ্চ সাতজন কুরবানি দিতে পারবেন, যদি তাদের প্রত্যেকের নিয়ত হয় কুরবানি। কেউ যেন শুধুমাত্র মাংস পাওয়ার উদ্দেশ্যে শরিক না হন।" অর্থাৎ, কুরবানির মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র মাংসের লোভে নয়।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “যদি সাতজনের মধ্যে কেউ একজনও শুধু মাংস পাওয়ার আশায় শরিক হন, তাহলে পুরো কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়তের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি মুসলিম সমাজকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কুরবানি ইবাদত—এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শরিয়তের বিধান মেনে চললেই কেবল তা আল্লাহর দরবারে কবুল হবে।

আসিফ

×