ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন ইসলাম ধর্মে নারী নবী নেই? উত্তরে যা বললেন আহমাদুল্লাহ

প্রকাশিত: ০৮:৩৭, ২১ মে ২০২৫

কেন ইসলাম ধর্মে নারী নবী নেই? উত্তরে যা বললেন আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ এক আলোচনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন—'ইসলামে কেন কোনো নারী নবী আসেননি?’ এই প্রসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা আলোচনায় বিষয়টি ঘুরেফিরে উঠে আসায় তিনি বিষয়টি স্পষ্ট করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘অনেক সময় নাস্তিক ও সংশয়বাদীরা প্রশ্ন তোলেন—নারী নবী কেন নেই? আমি তাদের বলি, আপনি কেন আপনার বাবার গর্ভে নয়, মায়ের গর্ভে জন্ম নিয়েছেন? আপনার ভাই-বোনদের সবাই কেন মায়ের গর্ভেই জন্ম নিয়েছেন? এটা যেমন প্রাকৃতিক নিয়ম, তেমনি আল্লাহ নারী-পুরুষকে আলাদা দায়িত্ব ও সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন।’

তিনি ব্যাখ্যা করে বলেন, গর্ভধারণ ও সন্তানের জন্ম দেওয়া, লালন-পালনের মতো মহান দায়িত্ব নারীর জন্য নির্ধারিত হয়েছে। সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত যেটি পৃথিবীর সবচেয়ে উপকারী খাদ্য—মায়ের বুকের দুধ—তা প্রদান করতে পারেন একমাত্র নারীই। এটিই প্রমাণ করে নারীর শারীরিক গঠন ও সামাজিক ভূমিকা ভিন্ন এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নবুয়তের কাজ চ্যালেঞ্জিং। কখনো যুদ্ধ, কখনো বিপদের মুখোমুখি হওয়া, কখনো জুলুমের শিকার হওয়া—এই দায়িত্বগুলো অধিকাংশ সময় বাইরে সম্পাদন করতে হয়। এটি নারীদের জন্য শারীরিকভাবে অনুকূল নয়। নারী সব কিছু করতে পারে না, এই কথা না। বরং নারী এমন কাজ করে যার কাছে পুরুষও অসহায়। পুরুষ যোদ্ধা হবে, কিন্তু সেই যোদ্ধাকে জন্ম দেবেন একজন নারী। মা হওয়াটাই এক অসামান্য মর্যাদা।’

আধুনিক সমাজের দৃষ্টিকোণ থেকে নারীর স্বাধীনতা ও মর্যাদা প্রশ্নে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মর্যাদা মানেই সব কাজ ভাগাভাগি নয়। আল্লাহ যাকে যে কাজে নিয়োজিত করেছেন, তিনি তাকেই সেই অনুযায়ী গঠন করেছেন।’

উন্নত দেশগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সন্তান জন্মের হার সেখানে এতটা কমে গেছে যে সরকারকে আজ সন্তান নিতে উৎসাহ দিতে হচ্ছে টাকা-পয়সা দিয়ে। অথচ ফল মিলছে না। কারণ তারা আল্লাহর নির্ধারিত সিস্টেমকে অবজ্ঞা করেছে।’

শেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আল্লাহ পুরুষদেরকে নবী বানিয়েছেন কারণ তাদের দায়িত্ব ছিল বাইরের, চ্যালেঞ্জিং। মেয়েরা সেই দায়িত্ব পালনে স্বাভাবিকভাবেই সীমাবদ্ধ। আল্লাহ যাকে যেটা দিয়ে তৈরি করেছেন, সেটাই শ্রেষ্ঠ।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/1Botj11WBx/

রাকিব

×