
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ২০২৫ সালের শেষ নাগাদ আরও ১,৫০০ কর্মী নিয়োগ করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ, সাংগঠনিক উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা ড. নাদিয়া বাসতাকি এ তথ্য জানান। চলতি বছরের শুরু থেকে ইতোমধ্যে ১,৬৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে ইতিহাদ এয়ারওয়েজে প্রায় ১২,০০০ কর্মী নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্ব আশা করছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে, কারণ তারা তাদের বিমান বহর এবং পরিষেবা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে।
ড. বাসতাকি জানান, পাইলট, কেবিন ক্রু এবং প্রকৌশলীদের মতো মূল পদে আরও জনবল প্রয়োজন। “আমরা আমাদের ২০৩০ কৌশল পুনর্গঠন করেছি, যাতে বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়,” বলেন তিনি।
তিনি আরও জানান, “শুধু গত বছরেই আমরা ১৬টি নতুন গন্তব্য ঘোষণা করেছি। বর্তমানে আমাদের ১০১টি বিমান রয়েছে। গত তিন বছরে আমরা ৪,০০০-এর বেশি জনবল নিয়োগ দিয়েছি।”
ইতিহাদ সাম্প্রতিক বছরগুলোতে নিয়োগ কার্যক্রমে জোর দিয়েছে। ২০৩০ সালের মধ্যে আরও বেশি বিমান সংযোজন এবং যাত্রী পরিবহন দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ড. বাসতাকি আরও বলেন, “আমরা স্থানীয় প্রতিভা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে আমরা ১,০০০ জন এমিরাতি নাগরিক নিয়োগ করব। এর মানে প্রতি বছর প্রায় ২৫০–৩০০ এমিরাতির নিয়োগ, যার মধ্যে প্রায় ৭০টি পাইলটের জন্য এবং প্রায় ২০টি বিমানবন্দর ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির জন্য পদ থাকবে।”
খুতওয়াতি ২০২৫ ক্যারিয়ার ফেয়ার-এ গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ড. বাসতাকি ও ইতিহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনোয়ালদো নেভেস জানান, তাদের লক্ষ্য স্থানীয় তরুণদের নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা।
নেভেস বলেন, “আমাদের দেশে অনেক প্রতিভাবান এমিরাতি রয়েছেন। আমরা সেরা প্রতিভাদের পেতে চাই। ইতিহাদ একটি অসাধারণ কর্মস্থল, কারণ এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন গন্তব্য, নতুন বিমান আসছে এবং প্রত্যেকে যখন দ্বি-অঙ্কের প্রবৃদ্ধির অভিজ্ঞতা লাভ করে, তখন তারা নতুন কিছু শেখে, বিকশিত হয়।”
শহীদ