ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষিণেশ্বরে পুজো দিলেন কাজল

মা কালীর আশীর্বাদ নিয়ে নতুন লড়াইয়ে কাজল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ২২ মে ২০২৫

মা কালীর আশীর্বাদ নিয়ে নতুন লড়াইয়ে কাজল

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল আজ সকালে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন। আসন্ন চলচ্চিত্র ‘মা’-এর মুক্তির আগে মা কালীর আশীর্বাদ নিতে এই ধর্মীয় সফরে এসেছিলেন তিনি। গোল্ডেন বর্ডারসহ হালকা গোলাপি শাড়িতে অনবদ্য দেখাচ্ছিল কাজলকে।

'দো পাত্তি' অভিনেত্রী কাজল দীর্ঘদিন ধরেই মা কালীর একান্ত ভক্ত। এবারের সফরে তিনি নিজের নতুন ছবি ‘মা’ নিয়েও কথা বলেন। ছবিটিকে তিনি তাঁর অভিনয় জীবনের সবচেয়ে শক্তিশালী চরিত্র বলে অভিহিত করেছেন। নতুন এই ছবিতে কাজলকে দেখা যাবে এক মমতাময়ী মায়ের ভূমিকায়, যে তার সন্তানকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার লড়াইয়ে নেমেছে। এই চলচ্চিত্রে কাজলের পাশাপাশি অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, যতীন গুলাটি, গোপাল সিং, সূর্যশিখা দাস, ইয়ানিয়া ভারতদ্বাজ, রূপকথা চক্রবর্তী এবং খেরিন শর্মা।

বিশাল ফুরিয়া পরিচালিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াদরাস। এটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপাণ্ডে এবং কুমার মাঙ্গত পাঠক। জি ও স্টুডিওস ও দেবগন ফিল্মস ছবিটি উপস্থাপন করছে। ‘মা’-এর পাশাপাশি কাজলের হাতে রয়েছে কায়োজে ইরানির ছবি ‘সরজমিন’, যেখানে তিনি অভিনয় করছেন ইব্রাহিম আলি খান, পৃথ্বীরাজ সুকুমারন, টোটা রায়চৌধুরি ও রাজেশ শর্মার সঙ্গে।

এছাড়াও তাঁর আসন্ন সিনেমার তালিকায় রয়েছে চরণ তেজ উপ্পলাপাটির ‘মহারাগ্নি—কুইন অব কুইন্স’। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন প্রভু দেবা, নাসিরুদ্দিন শাহ, সাম্যুক্তা মেনন এবং যীশু সেনগুপ্ত।

অন্যদিকে, আজ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের ২৫তম জন্মদিনে কাজল এক আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কাজল লিখেছেন, “শুভ জন্মদিন @suhanakhan2… জানি এই বছরটা তোমার জন্য দারুণ কিছু নিয়ে আসবে।” ২০২৫ সালকে সুহানার জন্য “বড় এক বছর” হিসেবে উল্লেখ করেছেন কাজল।

উল্লেখ্য, শাহরুখ ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘করন অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ এবং ‘দিলওয়ালে’-এর মতো একাধিক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তাঁরা।

শহীদ

×