
সন্ধান মিলল জাফর ইকবালের পূর্ব পুরুষ “ক্যাপুচিন প্রজাতির”বানরদের বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ বুধবার (২১ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।
ইলিয়াস তার পোস্টে বলেন, সন্ধান মিলল জাফর ইকবালের পূর্ব পুরুষ “ক্যাপুচিন প্রজাতির”বানরদের! এই বানরদের আচরণ মানুষের মতো। ক্যাপুচিন বানর অপহরণ করে অন্য প্রজাতির বানরদের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে তিন হাজার রিয়েক্ট এর সাথে ১২২ বার শেয়ার হয়েছে।
ফুয়াদ