
কেভিন ডি ব্রুইনার
ইপিএলে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানসিটি। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে কেভিন ডি ব্রুইনার বিদায়ী মুহূর্ত। এই ম্যাচেই শেষবারের মতো ‘আকাশী-নীল’ জার্সিতে সিটির ঘরের মাঠে খেললেন ৩৩ বছর বয়সী বেলজিক সুপারস্টার। দীর্ঘ ১০ বছরের গৌরবময় যাত্রার শেষে ম্যানচেস্টার সিটির জার্সিতে শেষবারের মতো ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামেন।
ম্যাচ শেষে দেখা গেল তার আবেগঘন বিদায়Ñচোখের পানি ধরে রাখতে পারলেন না সিটি কোচ পেপ গার্দিওলাও। ম্যাচ শেষে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে চলেছে এক ভিডিও শ্রদ্ধাঞ্জলি, যেখানে ছিলেন সিটিতে ডি ব্রুইনার সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো, রহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ, ফার্নান্দিনহো, ভিনসেন্ট কোম্পানি, জো হার্ট ও লেরয় সানের মতো তারকা। ডি ব্রুইনা আগেই জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন।
তবে অবাক করার মতো বিষয় হলো, কিংবদন্তিতুল্য এ ফুটবলারকে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি সিটি। কোচ গার্দিওলা বলেন, ‘এটা দুঃখের বিষয়। আমরা ওকে মিস করব। তবে একই সঙ্গে এটি ছিল তার জন্য এক দারুণ বিদায়Ñশেষবার মাঠে নেমে আবারও দলের জয়ে অবদান রেখেছে।’ সিটির হয়ে এবার কিমিউনিটি শিল্ড ছাড়া কিছু না জিতলেও গত ১০ বছরে ডি ব্রুইনা জিতেছেন ৬টি লিগসহ মোট ১৬টি শিরোপা।
একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ শিরোপাও জিতেছেন তিনি। পাশাপাশি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সুযোগ তৈরির রেকর্ডে ভাগ বসিয়েছেন সেস ফ্যাব্রেগাসের সঙ্গেÑদুজনেরই সুযোগ তৈরির ঘটনা আছে ৮৪৬টি।