ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রহমতগঞ্জের চমক চ্যাম্পিয়নদের হারিয়ে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৭, ২২ মে ২০২৫

রহমতগঞ্জের চমক চ্যাম্পিয়নদের হারিয়ে

মোহামেডানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং

আগের রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের হারে পেশাদার লিগে শিরোপা নিশ্চিত হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু ট্রফি নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে সাদা-কালো জার্সিধারীরা। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে রহমতগঞ্জের কাছে ৪-৩ গোলে হেরেছে মোহামেডান। 
আগের দিন ২-১ গোলে এগিয়ে থাকা মোহামেডান বাকি অংশের খেলায়ও জালের দেখা পায়। কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে তাদের ছাপিয়ে যায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সুবাস মেখে খেলতে নামা সাদা-কালো জার্সিধারীদের হারিয়ে দারুণ তৃপ্তি পেয়েছে পুরান ঢাকার দলটি। মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যাওয়া ম্যাচের বাকি অংশের খেলা হয় বুধবার।

এগিয়ে থেকে ম্যাচের এই অংশ শুরু করা মোহামেডান শেষ পর্যন্ত হেরে যায়। আগেরদিন ১৮ মিনিটের খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। ওই সময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১-এ এগিয়ে ছিল গত রাউন্ডে শিরোপা নিশ্চিত করা মোহামেডান। পরের দিন বাকি অংশ শুরুর পর ৩১ মিনিটে তাজউদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ছয় মিনিট পর জুয়েল মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে।

কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। ৮৪ মিনিটে মামুদ ওশি ম্যাচে সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ডের দ্বিতীয়বারের লক্ষ্যভেদে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লিগে অষ্টম জয় তুলে নেয় দলটি। চলতি লিগে মোহামেডানের এটি দ্বিতীয় হার।

গত জানুয়ারিতে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে ১-০ গোলে হারের পর টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল কোচ আলফাজ আহমেদের দল। বর্তমানে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ।

×