
যারা নিয়মিত ফুটবলের খুঁটিনাটি নিয়ে খোঁজখবর রাখেন তাদের একটা সজাগ দৃষ্টি থাকে ফুটবলের দলবদল বা ট্রান্সফার মার্কেট নিয়ে। সামনেই ট্রান্সফার উইন্ডো, যা নিয়ে এখনই কোমর বেঁধে নেমে পড়েছে বড় ক্লাবগুলো।
আর্জেন্টাইন স্টারবয় হুলিয়ান আলভারেজ ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছে তার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। এবার তারই ওপর নজর পড়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। অবশ্য কেবল বার্সা নয় তাকে দলে ভেড়াতে চাচ্ছে লিভারপুলও।
বোঝাই যাচ্ছে ট্রান্সফার মার্কেটে বড় চাহিদা এই আর্জেন্টাইন স্পাইডার ম্যানকে নিয়ে। ৬ মৌসুমের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে প্রায় ১০৯২ কোটির বিনিময়ে নিজেদের দলে ভিড়িয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।
আলভারেজও নিজের জায়গায় পাকাপোক্তভাবে খেলতে সিটি ছেড়ে অ্যাটলেটিকোয় নাম লিখিয়েছে। এবার হোক বার্সেলোনা বা লিভারপুল আলভারেজকে নিতে হলে প্রায় ২৭০০ কোটি টাকা খরচ করতে হবে ক্লাবগুলোকে। আলভারেজের সঙ্গে এখনো চার বছরের চুক্তি আছে অ্যাটলেটিকোর। ফলে বলাই যায় আলভারেজকে পেতে হলে বার্সার জন্য বাজেট ইস্যু একটা বড় ভূমিকা রাখবে।
এদিকে লেভানদোভস্কিও ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে এসে গেছে ফলে আজ বা কাল বিকল্প খুঁজতেই হবে বার্সাকে। পূর্বেও এই রেকর্ড আছে অ্যাটলেটিকো থেকে কাতালান শিবিরে যোগ দিয়েছিলো গ্রিজম্যান।
আবার ২৬সালে বার্সেলোনার সভাপতি নির্বাচন। নতুন সভাপতি পদপ্রার্থী তার ইশতেহারে রাখতে পারেন আলভারেজকে। ফলে বর্তমান সভাপতি চাইবে এখনই তাকে দলে ভেড়াতে।
তবে সমীকরণ যাই হোক এটা পরিষ্কার বর্তমান অ্যাটলেটিকোর সেরা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। নিজের সেরাটা দিয়ে দলকে স্বপ্ন দেখিয়েছেন। সিমিওনের মতে ওর এখন দলকে নিয়ে এগিয়ে যাওয়ার সময়। ফলে এটা বলাই যায় অ্যাটলেটিকোর ঘরের ছেলে হয়ে যাওয়া আলভারেজের বিনিময় মূল্য এতটা সহজ হবে না।
সজিব