ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নিউইয়র্কে এক বাংলাদেশিকে ২ মিলিয়ন ডলার জরিমানা

ফাহিম রহমান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৫৪, ২১ মে ২০২৫

নিউইয়র্কে এক বাংলাদেশিকে ২ মিলিয়ন ডলার জরিমানা

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বসবাসরত এক বাংলাদেশি নাগরিককে ২ মিলিয়ন ডলার প্রায় ২৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ২০ বছর আগে আদালত থেকে তার বিরুদ্ধে ডিপোর্টেশন (নির্বাসন) আদেশ জারি করা হয়েছিল। তবে তিনি আদালতের সেই আদেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে অবস্থান করতে থাকেন।

এ কারণে নিউইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় ২ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই বাংলাদেশি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে আদালতের আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ হচ্ছে এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যেসব অভিবাসী আদালতের আদেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের জন্য ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মুমু

×