
ছবি: সংগৃহীত
কাতারের রাজধানীর ফিরোজ আবদুল আজিজ এলার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রেসালাহ লিমুজিনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আবুল হাসনাত মোহাম্মদ মোরতাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরআন-সুন্নাহ পরিষদ কাতার শাখার সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম। নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুরআন-সুন্নাহ পরিষদ কাতার শাখার সহ-সভাপতি প্রকৌশলী কামরুল হাসান, দিগন্ত এক্সপ্রেস ট্রেডিং এন্ড হসপিটালিটি কোম্পানীর সিইও মোহাম্মদ জসিম উদ্দিন, সেলিম ভূঁইয়া ও ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হাজী বাশার সরকার। প্রধান অতিথি আবুল হাসনাত ইসলামিয়া হাসপাতালের সেবা বৃদ্ধি করে প্রবাসে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সপ্তাহের যে কোন দিন অনলাইনে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য চিন্তা-ভাবনা করছেন বলে জানান।
তিনি বলেন ইসলামিয়া হাসপাতালের রেজিস্টার্ড কার্ড যে সব কাস্টমারদের আছে তাদের পরিবারবর্গের সারা বছরব্যাপী সেবার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। তিনি সবকিছু যাচাই বাছাই করে প্রবাসীদের ইসলামিয়া হাসপাতালে বিনিয়োগের আহবান জানান।
আসিফ