
ছবি: জনকণ্ঠ
দেশে বিনিয়োগের পাশাপাশি আরব আমিরাতেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় এখনো পর্যন্ত পুরোপুরি চালু না হওয়ায়, দেশীয় শ্রমিক সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা।
পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে ভারত, শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হচ্ছে। তবে তাদের মতে, বাংলাদেশি শ্রমিকেরা কাজের ক্ষেত্রে অভিজ্ঞ ও আন্তরিক। এই ক্ষেত্রে অন্যান্য দেশের শ্রমিকদের দিয়ে তেমন সুফল পাওয়া যাচ্ছে না।
তাই নিয়োগ ভিসা চালু করতে কিছুটা সময় লাগলেও, প্রবাসী ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় দ্রুত অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালুর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই তাদের উদ্দেশ্য।
গতকাল শুক্রবার (১৬ মে), সারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন, ছয় বন্ধুর যৌথ উদ্যোগে স্টার ভিলেজ সুপার মার্কেট গ্রুপের আওতাধীন বাংলাদেশি মালিকানাধীন গ্রিনলাইন রেস্টুরেন্টের শুভ উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী পরিচালক ইমরান হোসেন ফয়সাল, ইয়াসিন মোস্তাক, বশির আহমেদ, শামীম মিয়া, আনোয়ার হোসেন, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ীরা।
প্রতিষ্ঠানের পরিচালক জানান, রেস্টুরেন্টে তাজা খাদ্যের নিশ্চয়তা থাকবে। স্বাস্থ্যকর পরিবেশ এবং দেশীয় স্বাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কর্তৃপক্ষ।
কাওসার/শহীদ