
শরীয়তপুর জেলার কীর্তিনগর গ্রামে জন্ম আবু ইউসুফ রানার। পরে বেড়ে ওঠেন ঢাকার মধ্য বাড্ডায়। ২০১৩ সালে এইচএসসি পরীক্ষা দেন তিনি। পরের বছরই যুক্তরাষ্ট্রে চলে যান প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে। ভর্তি হন নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজিতে। সেখানে তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্জন করেন। ২০১৭ সাল থেকে গত বছর পর্যন্ত নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) একজন ক্যাডেট হিসেবে নিয়োজিত থাকেন আবু ইউসুফ।
দীর্ঘ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা, আইনপ্রয়োগ সংক্রান্ত জ্ঞান আবু ইউসুফকে পেশায় সুযোগ্য করে তোলে, যা পুলিশ বিভাগে তার ভবিষ্যতের পদক্ষেপকে সুগম করে। গত বছরই তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে অফিশিয়াল নিয়োগ পান। চলতি মে মাসেই তাঁর প্রশিক্ষণ ও গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার কথা। তাঁর এই সাফল্য দেশের তরুণদের জন্যে অনুপ্রেরণামূলক।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশি পরিচয় নিয়ে গর্ব করি। আমার এই যাত্রা তাদের জন্য উৎসর্গ করছি, যারা প্রবাসেও স্বপ্ন দেখে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবে রূপ দিতে চায়। আমি চাই, আমেরিকায় কর্তব্য পালনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ এবং আমার বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করতে। আমার চাওয়া এই কমিউনিটির সঙ্গে মিশে, তাঁদের পাশে থেকে সেবা করা। তাদের সুখ-দুঃখে একজন সচেতন ও নিবেদিত মানুষ হিসেবে যুক্ত থাকা। দেশ ও বিদেশ দুই জায়গাতেই আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
রাজু