
বদলে গেলো ‘ওরস্যালাইন এন’ এর নাম। এসএমসির পরিচালক সায়েফ নাসির বলেছেন, ওরস্যালাইন কোম্পানি বললে অনেকে চিনে। কিন্ত এটার জনপ্রিয়তার কারণে মার্কেটে অনেক ফেক প্রোডাক্ট চলে আসছে। এটা থেকে আলাদা করার জন্য তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বের ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন-এন এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটা এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি-এর উদ্ভাবন ও অবদানের প্রতিফলন।
রিফাত