ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

শহীদ মাহবুব হত্যা মামলা: চার্জশিটের বিরুদ্ধে নারাজি, বাদী পরিবারের প্রশ্ন তদন্তের স্বচ্ছতা নিয়ে

মারুফুর রহমান, শেরপুর

প্রকাশিত: ১১:৩২, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৩, ১৭ জুলাই ২০২৫

শহীদ মাহবুব হত্যা মামলা: চার্জশিটের বিরুদ্ধে নারাজি, বাদী পরিবারের প্রশ্ন তদন্তের স্বচ্ছতা নিয়ে

ছবি: জুলাই আন্দোলনে নিহত ছাত্র মাহবুব আলম

‘জুলাই আন্দোলনে’ নিহত ছাত্র মাহবুব আলম হত্যা মামলার চার্জশিট নিয়ে আদালতে নারাজি দাখিল করেছেন তার মা মোছা. মাফুজা খাতুন। বুধবার (১৬ জুলাই) শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন আগামী ৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী ছামিউল ইসলাম আতাহার জানান, “চার্জশিটে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা প্রত্যাশিত নয়। তদন্ত ও চার্জশিটে অসঙ্গতি রয়েছে বলে নারাজি দেওয়া হয়েছে।”

অন্যদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মোঃ আব্দুল করিম বলেন, “তদন্তে যা পাওয়া গেছে সেটাই চার্জশিটে রয়েছে। চার্জশিট পেশের আগে পিপির মতামতও নেওয়া হয়েছে। তবুও বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চার্জশিট নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, প্রকৃত হত্যাকারীরা বিচার এড়ানোর সুযোগ পাচ্ছেন। শহীদ মাহবুব হত্যার চার্জশিট নিয়ে জেলা আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট খরমপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে দ্রুতগতির গাড়ির চাপায় মাহবুব, সৌরভ এবং পাল্টা মিছিলে গুলিতে সবুজ নিহত হন। এরপর ১২ আগস্ট দায়ের হওয়া মামলায় ৮১ জনকে আসামি করে তদন্ত শেষে ১৫০ জনের বিরুদ্ধে চার্জশিট ও ৭ জনকে অব্যাহতির সুপারিশ দেওয়া হয়।

বাদী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাবে মূল অভিযুক্তরা রয়ে গেছেন নিরাপদে, তাই চার্জশিটে আপত্তি জানানো হয়েছে।

সাব্বির

×