ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চিত্রাঙ্কন ও বই শেয়ারিং-এ মুগ্ধ করল বিসিসিবি ওমেন-এর অনন্য আয়োজন

প্রকাশিত: ১৮:০৬, ১১ মে ২০২৫

চিত্রাঙ্কন ও বই শেয়ারিং-এ মুগ্ধ করল বিসিসিবি ওমেন-এর অনন্য আয়োজন

ছবি: সংগৃহীত

বাংলাদেশি কানাডিয়ান নারীদের একটি নির্ভরযোগ্য সংস্থা বিসিসিবি ওমেন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং  ইভেন্ট এ সকাল ১০ টা হতে কানাডা স্কারবোরো এর সাতকরা ফাইন ফুড এ বসেছিল শিশু ও নারীদের মেলা।  

বিসিসিবি ওমেন এর মূল ধারার সহযোগিতায় ছিলেন কো- ফাউন্ডার রিমন মাহমুদ ও সায়মা হাসান। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিসিবি ওমেন এর অ্যাডমিন তানিজা রেজা। 

অনুষ্ঠানে আগমন ঘটে ১৬ মাস বয়সী থেকে ১৫ বছরের বিভিন্ন ছেলে মেয়ে সাথে তাদের মায়েরা।  অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগতম জানিয়ে সব ছেলে মেয়েদের চিত্রাঙ্কন এর প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দেয়া হয়।  সাথে থাকে পছন্দের বাবল আর চকলেট কুকিজ।  

ঘণ্টা পেরিয়ে চিত্রাঙ্কন শেষে সকালের নাস্তার ব্যবস্থা করা হয় সকলের জন্য।  সাথে ছিল সকল  ছেলে মেয়েদের বই শেয়ারিং ! সকলে নিজ দায়িত্বে বই নিয়ে আসে শেয়ার করার জন্য ! আরো ছিল ফেস পেইন্টিং|

অনুষ্ঠানে শেষে ৫ জন চিত্রাঙ্কন বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে সহায়তা করার জন্য জায়েমা এবং সুয়াদ,  ফেস পেইন্টিং এ সহায়তার জন্য ইফ্ফাত আমিন নাবিলা,  অনুষ্ঠানের  ব্যানার তৈরির জন্য সুরভী সাহা রায়  কে ধন্যবাদ। সাতকরা ফাইন ফুড এর স্বত্বাধিকারী তানজিনা চৌধুরী কে রকমারি খাবারের আয়োজনের জন্য ধন্যবাদ।  অনুষ্ঠানে সকল অতিথিদের আগমনের জন্য অসংখ্য ধন্যবাদ।

ফারুক

×