
চাকরি ফিরে পাওয়াসহ চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া একদল ব্যক্তি। রোববার (১৮ মে) সকাল থেকে দিনভর জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বিকেলে প্রেসক্লাবে আসেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা আন্দোলনরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তাঁদের গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে প্রেসক্লাব থেকে বের হতে পারছেন না সেনা কর্মকর্তারা।
একজন সেনা কর্মকর্তা এসে আন্দলনকারীদের এসে বলেন, আমি ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরষ না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে, আমি কাপুরুষ না। মরতে হলে এখানেই মরবো, বাঁচতে হলে এখানেই বাঁচবো। আপনারা গাড়ির সামনে শুয়ে পরলাম, চালাই দেন এইসব কাজ করবেন না দয়া করে, এগুলা কেমন কথা। আমি কেন গাড়ি চালিয়ে দিব আপনাদের উপর। এইসব কেউ করবেন না।
তারপর এই সেনা কর্মকর্তা কয়েকজনের নাম বলেন, যারা প্রতিনিধি হিসেবে উর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলতে যাবেন।
রিফাত