ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসা নীতির পরিবর্তনেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের চোখে যুক্তরাজ্য এখনও শীর্ষ গন্তব্য: হিউ ব্র্যাডি

প্রকাশিত: ০১:৪৮, ২০ মে ২০২৫; আপডেট: ০১:৫২, ২০ মে ২০২৫

ভিসা নীতির পরিবর্তনেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের চোখে যুক্তরাজ্য এখনও শীর্ষ গন্তব্য: হিউ ব্র্যাডি

ছবি:সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপারে শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট রুট ভিসার মেয়াদ ২৪ মাস থেকে কমিয়ে ১৮ মাস করার প্রস্তাব থাকলেও, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রেসিডেন্ট হিউ ব্র্যাডি বলেছেন, এই পরিবর্তন সত্ত্বেও যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্য হিসেবে রয়ে গেছে ।

তিনি বলেন, "আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইম্পেরিয়ালের বৈশ্বিক সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পন্থা নিয়ে আসে।"

ভারতীয় শিক্ষার্থীদের প্রসঙ্গে ব্র্যাডি জানান, ইম্পেরিয়ালে বর্তমানে ৮৫০ জনেরও বেশি ভারতীয় শিক্ষার্থী রয়েছে, যারা একাডেমিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন শেফালি বোহরাকে, যিনি ইম্পেরিয়াল থেকে স্নাতক হয়ে ডটপ্লট নামক একটি স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা হয়েছেন। এই স্টার্টআপটি স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে একটি ডিভাইস তৈরি করছে এবং ক্যান্সার রিসার্চ ইউকে দ্বারা "নিউ স্টার্টআপ অফ দ্য ইয়ার" হিসেবে স্বীকৃত হয়েছে।

ব্র্যাডি আরও বলেন, "যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো সংখ্যাগত সীমা নেই এবং গ্র্যাজুয়েট রুট ভিসা একটি প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে।" তিনি উল্লেখ করেন যে, ইম্পেরিয়াল কলেজ লন্ডন ব্যাঙ্গালুরুতে একটি নতুন গ্লোবাল হাব স্থাপন করছে, যা ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে।

এই নতুন হোয়াইট পেপার সত্ত্বেও, ব্র্যাডি আশাবাদী যে যুক্তরাজ্য তার বৈশ্বিক শিক্ষা মান এবং গবেষণার গুণমানের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে থাকবে।

 

আলীম

×