ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্যাক্টচেক

গাজায় চীনের বিশাল বিমান বহরে ত্রাণ পাঠানোর ভিডিও ভাইরাল, কী বলছে ফ্যাক্টচেক?

প্রকাশিত: ০৪:৫৬, ২০ মে ২০২৫; আপডেট: ০৪:৫৭, ২০ মে ২০২৫

গাজায় চীনের বিশাল বিমান বহরে ত্রাণ পাঠানোর ভিডিও ভাইরাল, কী বলছে ফ্যাক্টচেক?

ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় নেমে এসেছে নজিরবিহীন মানবিক বিপর্যয়। খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে পড়েছে ১০ লাখেরও বেশি মানুষ। এর মধ্যেই আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন বাস্তবতায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, বিশাল এক বিমানবহরের মাধ্যমে চীন গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স (আগে টুইটার)-এর বহু ব্যবহারকারী দাবি করেন, চীনা বিমানবাহিনী ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে গাজায় এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ পাঠিয়েছে। এমন একটি মানবিক পদক্ষেপে চীনের প্রশংসায় মুখর হয় সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু বাস্তবতা ভিন্ন।

তথ্য যাচাই করে দেখা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া এবং বিভ্রান্তিকর। এতে দেখা যায়, বিশাল একটি কার্গো বিমান ও কয়েকটি যুদ্ধবিমান গাজায় ত্রাণ ফেলছে। ভিডিওর মূল বিমানের মডেল ‘সি-১৭ গ্লোবমাস্টার থ্রি’, যা একটি ভারী সামরিক পরিবহন বিমান। এটি যুক্তরাষ্ট্র নির্মিত এবং কেবল যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ব্যবহার করে থাকে। চীন এই মডেলের কোনো বিমান পরিচালনা করে না।

আরও গভীর পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটি আসলে ২০২৪ সালের মার্চ মাসে গাজার উত্তরের বেইত লাহিয়ায় যুক্তরাষ্ট্র পরিচালিত একটি এয়ারড্রপ মিশনের দৃশ্য। তুরস্কের ইয়েনি শাফাক এবং যুক্তরাষ্ট্রের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় এ সম্পর্কিত প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, ওই এয়ারড্রপ মিশনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত ও পানিতে পড়ে গাজায় অন্তত ১২ জন প্রাণ হারান।

তথ্য যাচাই সংস্থা ‘ইউকে ডিফেন্স জার্নাল’ এবং ‘নিউজমিটার’ নিশ্চিত করেছে যে, ভাইরাল ভিডিওর সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই। বরং যুক্তরাষ্ট্রের পুরনো ভিডিও ব্যবহার করে একটি বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে, যাতে চীনকে মানবিকতার প্রতীক হিসেবে তুলে ধরা যায়।

যদিও চীন গাজায় মানবিক সহায়তা পাঠিয়েছে, তবে তা হয়েছে সমুদ্রপথে, এবং মিশরের মাধ্যমে তা স্থলপথে গাজায় পৌঁছেছে। এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে গাজায় কোনো ধরনের এয়ারড্রপ কার্যক্রম পরিচালিত হয়েছে—এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি।

সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওতে চীনা বিমানবাহিনী গাজায় ত্রাণ ফেলেছে—এই দাবি সম্পূর্ণভাবে ভুয়া, ভিত্তিহীন এবং তথ্যবিকৃতির উদাহরণ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Y4dkL8ikyCU

রাকিব

×