
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত
সাম্প্রতিক তীব্র গরমের মধ্যে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি গরমে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানান।
তিনি লিখেছেন, "কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ সময়টাতে আপনারা পিপাসার্ত মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করুন। আল্লাহ তা'য়ালা দেশ এবং দেশের জনগণকে তাঁর রাহমার চাদরে ঢেকে রাখুন।"
উল্লেখ্য, চলতি মে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে, যার ফলে শিশু ও বৃদ্ধদের পাশাপাশি শ্রমজীবী মানুষদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা তাপপ্রবাহে সতর্কতা অবলম্বনের পাশাপাশি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন।
মুমু