ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সিপি বাংলাদেশ কোম্পানীর বিরুদ্ধে জনদুর্ভোগের অভিযোগ তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পৌরসভার

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৭:৪৫, ২০ মে ২০২৫; আপডেট: ১৭:৪৭, ২০ মে ২০২৫

সিপি বাংলাদেশ কোম্পানীর বিরুদ্ধে জনদুর্ভোগের অভিযোগ তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পৌরসভার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের একটি ফিড কারখানার বিরুদ্ধে ময়লা আবর্জনাযুক্ত দুষিত পানি অপরিকল্পতিভাবে ছেড়ে জলবদ্ধতা সৃষ্টি ও বনবিভাগের জমি ও মহাসড়কের সার্ভিস লেন দখল করে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের অভিযোগের প্রেক্ষিতে কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সিপি বাংলাদেশ নামের ওই কারখানার কর্তৃপক্ষকে। এলাকায় মারাত্মক ভাবে পরিবেশ দুষণ ও দুর্ঘটনাসহ চরম জনদুভোর্গের সৃষ্টির কারনে কেন তাদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে গত সোমবার বিকেলে ওই কারখানাকে দুটি কারণ দর্শনানোর নোটিশ দিয়েছে কালিয়াকৈর পৌরসভা।

এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড নামের ফিড কারখানা রয়েছে। ওই কারখানার ইটিপি প্ল্যান না চালিয়ে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনাযুক্ত দুষিত পানি অপরিকল্পত ভাবে ছেড়ে দিয়ে আসছে। ময়লা আবর্জনাযুক্ত দুষিত পানিতে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। এছাড়াও ওই কারখানার পচা ডিম ফেলে ছড়াচ্ছে দুর্গদ্ধ, দুষিত হচ্ছে বায়ু ও পরিবেশ। যার ফলে চরম জনদুভোর্গের শিকার হচ্ছেন পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। সবচেয়ে বেশি দুভোর্গ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থী বৃদ্ধ, গর্ভবতী নারীদের। অপর দিকে চন্দ্রা রেঞ্জ অফিসের আওতায় চন্দ্রা বিট অফিসের সামনে ওই কারখানা কর্তৃপক্ষ বনের গাছ মেরে তাদের রাস্তা সম্প্রসারণ করার অভিযোগ রয়েছে। এছাড়াও কিছু অসাধু বন কর্মকতার্দের ম্যানেজ করেই বনের জমি দখল ও কিছু অসাধু হাইওয়ে পুলিশ ম্যানেজ করেই পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন দখল করে শতাধিক যানবাহনের অবৈধ পার্কিং গড়ে তুলেছে। এ কারণে ওই এলাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আর যানজটের শিকার হয়ে চরম দুভোর্গে পড়ছেন ওই মহাসড়কে চলাচল কারী পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এসব থেকে মুক্তি পেতে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এর একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌরসভা কর্তৃক প্রদত্ত শর্ত ভঙ্গ করায় সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের অনুকুলে ইস্যুকৃত ট্রেড লাইসেন্স কেন বাতিল করা হবে না? তাহার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এছাড়াও অপর একটি নোটিশে ওই মহাসড়কের সার্ভিস লেন ও বনের জমিতে ওই কারখানা কর্তৃক অবৈধ পার্কিং করে রাখা মালবাহী লড়ি, ট্রাকসহ অন্যান্য যানবাহন অপসারণ করতে বলা হয়েছে। ওই নোটিশ দ্বয়ের অনুলিপি গাজীপুর জেলা প্রশাসক, কালিয়াকৈর থানা, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পাঠানো হয়েছে। তবে ওই কারখানা কর্তৃক জনদুভোর্গ থেকে স্থায়ীভাবে মুক্তি চান স্থানীয় লোকজ।

সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড কারখানার ম্যানেজার (এইচ আর এডমিন) ছুটন পাল জানান, পৌরসভার ওই নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে বিষয়টি দেখবো। চন্দ্রা রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত কর্মকতার্ (এসিএফ) শহিদুল ইসলাম শাকিল জানান, খুব তাড়াতাড়ি সেখানে অভিযান চালিয়ে বনের জমি উদ্ধার করা হবে। ওই জমি উদ্ধার করে গাছের চারা রোপন করা হবে।

এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ জানান, স্থানীয়রা অভিযোগ দিয়েছেন, সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড কারখানার ময়লা আবর্জনাযুক্ত দুষিত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি জনদুভোর্গ হচ্ছে। এছাড়াও বনের জমি দখল ও মহাসড়কে তাদের শতাধিক গাড়ির অবৈধ পার্কিংয়ে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। এসব অভিযোগের ভিত্তিতে ওই কারখানা কর্তৃপক্ষকে পৃথক দুটি নোটিশ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। এছাড়াও ওই নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।                                                      

আসিফ

×