ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:১৭, ২১ মে ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বালুবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) এবং ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। তারা দুজন বন্ধু ছিলেন। আহত ব্যক্তি হলেন—ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুষার ও রাব্বি মোটরসাইকেলযোগে মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। একই সময়ে ওই ট্রাকটি আরও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যাতে প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিব তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিও মৃত্যুবরণ করেন। আহত প্রশান্ত বিশ্বাস বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, “আনার আগেই তুষারের মৃত্যু হয়। পরে রাব্বিও মারা যান। আহত প্রশান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। চালককে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।”

আলীম

×