
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর সেন্দী গ্রামে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল এবং দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শামীম সরকার (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে, গোপন সংবাদের ভিত্তিতে শামীম সরকারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা, ১৭০ পিস ডায়াব ট্যাবলেট এবং ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শামীম সরকার দাউদকান্দি পৌরসভার উত্তর সেন্দী গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। মঙ্গলবার (২০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ওসি জুনায়েত চৌধুরী আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শামীম সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শহীদ