
ছবি: সংগৃহীত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ভারতের মেঘালয় ও আসামে ভারি বৃষ্টিপাতসহ জামালপুরের ইসলামপুরে গত তিনদিনের বৃষ্টিতে বন্যার শঙ্কায় এবং আগাম প্রস্তুতি নিতে ইসলামপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ মে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
সভায় ইসলামপুরে সম্ভাব্য বন্যার বিষয়ে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় সহকারী কমিশনার ভূমি মো:রেজুয়ান ইফতেকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল্লাহ সাইফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জয়নায় আবেদীন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজুয়ান আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলীম