ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কেউ অবৈধভাবে জমি দখল করলে আইনগতভাবে যা করবেন

প্রকাশিত: ১২:৩৭, ২০ মে ২০২৫

কেউ অবৈধভাবে জমি দখল করলে আইনগতভাবে যা করবেন

ছ‌বি: সংগৃহীত

জমি দখলের ঘটনায় ক্ষতিগ্রস্তরা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন সিলেট কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামসুল আবেদীন।
 
তিনি বলেন, “যদি কেউ আপনার জমি দখল করতে চায়, তাহলে আপনি তার বিরুদ্ধে দেওয়ানী মামলা, আবার ফৌজদারি মামলাও করতে পারেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করা যায়। অপরদিকে, দেওয়ানী মামলার মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে প্রতিকার চাওয়া সম্ভব।”
 
আইনজীবী শামসুল আবেদীন আরও বলেন, জমির প্রকৃত মালিকরা যথাযথ দলিলপত্র ও প্রমাণসহ আদালতে মামলা করলে ন্যায়বিচার পাওয়া সম্ভব। জমি সংক্রান্ত জটিলতা নিরসনে আইনি পদক্ষেপ গ্রহণই সর্বোত্তম পথ।
 
তিনি নাগরিকদের সচেতন ও আইনের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান।

 

সূত্র: https://youtube.com/shorts/3hLKgDCs4Y8?si=oNYDcLCw-mZanszm

এএইচএ

×