
ছবিঃ সংগৃহীত
রাজধানীর ডেমরায় গ্রেফতার হওয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২৫ বছর বয়সি এক যুবতীকে ফুঁসলিয়ে অপহরণের পর ৭ মাস ঘরে আটক রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণের অভিযোগে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী মেয়েটিকে ডেমরার আমতলা এলাকায় নোবেলের নিজ বাড়ি থেকে উদ্ধার করে। নোবেল ওই এলাকার মোজাফ্ফর এইচ নান্নুর ছেলে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ঘোষের চর এলাকায়। এই ঘটনায় নোবেল ও তার ২/৩ জন সহযোগীর বিরুদ্ধে সোমবার দিবাগত গভীর রাতে ডেমরা থানায় মামলা করেন ওই যুবতী।
জানা যায়, মেয়েটি ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছর ১২ নভেম্বর নোবেল স্টুডিও দেখানোর কথা বলে মেয়েটিকে ডেমরার নিজ বাড়িতে নিয়ে আসে। পরে তাকে আটক রেখে তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে।
পরবর্তীতে, নোবেল তাকে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে।
আরও জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাকে মারধর করতেন এবং এক পর্যায়ে চুল ধরে টেনে আরেক কক্ষে নিয়ে গিয়ে আটক রাখতেন। একবার চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নিচে নামানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, মেয়েটির পরিবার তাকে শনাক্ত করে।
ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাত ২টার দিকে নোবেলকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়।
মারিয়া