ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার একযোগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ও ‘মন্থা’ !

প্রকাশিত: ২১:৫৪, ২০ মে ২০২৫

এবার একযোগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ও ‘মন্থা’ !

ছবি: সংগৃহীত

মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় 'শক্তি' ও 'মন্থা'র সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ মে থেকে ২২ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। ছয়টি জেলায় ৬০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে ওইসব অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

গত পাঁচ বছরে মে মাসেই সাতটির মধ্যে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে, যা এই সময়কে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চিহ্নিত করছে। চলতি বছরেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বঙ্গোপসাগরের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী জনগণকে ঘূর্ণিঝড়ের বিষয়ে নিয়মিত আপডেট নেওয়ার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

সূত্র : https://youtu.be/xgHQeHwZH-Y?si=kyKGwv47OtzFgBhV

আলীম

×