ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাজ্য সফরে যে বিশেষ সম্মান পেলেন পাকিস্তান সেনাপ্রধান

প্রকাশিত: ০১:১১, ২১ মে ২০২৫

যুক্তরাজ্য সফরে যে বিশেষ সম্মান পেলেন পাকিস্তান সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফরে পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীরকে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জেনারেল মুনীর ব্রিটেনের বিখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে অনুষ্ঠিত সপ্তম ‘রিজিওনাল স্ট্যাবিলাইজেশন কনফারেন্স’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নিচ্ছেন। তিনি ‘ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার অ্যান্ড পাকিস্তান’স ফিউচার আউটলুক’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন।

এই বার্ষিক সম্মেলনটি পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে সামরিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এতে দুই দেশের নীতিনির্ধারক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাপ্রধান ব্রিটেনের সামরিক ও বেসামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।’

তিনি যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল টনি রাদাকিন, ব্রিটিশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল স্যার রোল্যান্ড ওয়াকার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন নিকোলাস পাওয়েলের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও, তিনি হোম সেক্রেটারি ইভেট কুপারের সঙ্গে বৈঠকে মিলিত হবেন, যেখানে পারস্পরিক চ্যালেঞ্জ ও সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাভিত্তিক সম্পর্ক রয়েছে। সন্ত্রাসবিরোধী লড়াই ও পেশাগত সামরিক প্রশিক্ষণে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সহযোগিতা চলছে।

সফরের অংশ হিসেবে জেনারেল মুনির ব্রিটিশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট—ল্যান্ড ওয়্যারফেয়ার সেন্টার ও ফার্স্ট স্ট্রাইক ব্রিগেড—পরিদর্শন করবেন এবং ব্রিটিশ বাহিনীর আধুনিকীকরণ ও সামরিক কৌশল সম্পর্কে ব্রিফিং গ্রহণ করবেন।

এই সফর পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যকার স্থায়ী অংশীদারত্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি উভয় দেশের অঙ্গীকারের প্রতিফলন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জেনারেল মুনীর। তখনও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

অন্যদিকে, সম্প্রতি পর্তুগালে ব্রিটিশ পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারি হ্যামিশ ফ্যালকনারের সঙ্গে বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

 

সূত্র: দ্য ডন।

রাকিব

×