ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিলো সৌদি তহবিল?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:২৮, ২১ মে ২০২৫

হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিলো সৌদি তহবিল?

ছবি: সংগৃহীত

দুই বছর আগে ক্রেডিট সুইসের আকস্মিক পতনের পর যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF), তারই ধারাবাহিকতায় সংস্থাটি এখন থেকে আর সুইজারল্যান্ডের আর্থিক বাজারে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে।

PIF-এর গভর্নর ইয়াসির আল রুমাইয়ান শনিবার আলবেনিয়ায় এক অনুষ্ঠানে বলেন, "আমরা আর সুইজারল্যান্ডের আর্থিক বাজারে বিনিয়োগ করব না। আপনি যদি হঠাৎ করে কিছু পরিবর্তন করে সমস্ত বিনিয়োগকারীকে মুছে ফেলেন, তবে এটা বড় সতর্ক সংকেত।"

২০২৩ সালে UBS গ্রুপ AG কর্তৃক সরকার-সমর্থিত স্বল্প মূল্যে ক্রেডিট সুইস অধিগ্রহণের সময় মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ওই সময়ে সৌদি ন্যাশনাল ব্যাংক, যার প্রধান অংশীদার ছিল PIF, ক্রেডিট সুইসের প্রায় ১০% শেয়ার ধারণ করেছিল।

আল রুমাইয়ান এই মন্তব্য করেন সুইস ব্যাংক জুলিয়াস ব্যার গ্রুপ লিমিটেড-এর সদ্য নিয়োজিত চেয়ারম্যান নোয়েল কুইন-এর সঙ্গে এক মঞ্চ আলোচনা চলাকালে। কুইন বলেন, "আমি ১০ দিন হলো একটি সুইস ব্যাংকের চেয়ারম্যান হয়েছি, এটি আমার জন্য চিন্তার বিষয়।"

ওই বছরের মার্চে ক্রেডিট সুইসের শেয়ার ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করে যখন তখনকার সৌদি ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান আম্মার আল খুদাইরি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি ক্রেডিট সুইসে আর বিনিয়োগ বাড়াতে ‘একেবারেই আগ্রহী নন’।

এই অধিগ্রহণে ক্রেডিট সুইস বা UBS-এর শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়নি, কারণ সুইস সরকার দ্রুত এই সংকট মোকাবিলায় এগিয়ে আসে।

সেই সময়ে সৌদি ন্যাশনাল ব্যাংক এবং কাতার ইনভেস্টমেন্ট অথরিটি সহ মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা মিলে ক্রেডিট সুইসের প্রায় এক-পঞ্চমাংশ মালিকানায় ছিল। সৌদি ন্যাশনাল ব্যাংক, যেটি ছিল ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, UBS-এর প্রস্তাব প্রত্যাখ্যান করতে ক্রেডিট সুইসকে অনুরোধ করেছিল — যা ব্লুমবার্গ নিউজ পূর্বে জানিয়েছিল।

অন্যান্য বিনিয়োগকারীরাও তখন সতর্ক করে দিয়েছিলেন যে, শেয়ারহোল্ডার ভোট ব্যতিরেকে অধিগ্রহণের সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ অনিশ্চিত করে তুলতে পারে।

আল রুমাইয়ানের বক্তব্য আসে এমন সময়ে, যখন ফ্রান্সের প্যারিসে একটি নতুন শাখা অফিস খোলার ঘোষণা দেয় এবং ২০৩০ সালের মধ্যে ইউরোপে বিনিয়োগ দ্বিগুণ করে $১৭০ বিলিয়ন করার প্রতিশ্রুতি দেয়। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে তহবিলটি ইতোমধ্যেই ইউরোপে প্রায় $৮৫ বিলিয়ন বিনিয়োগ করেছে, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালিতে উল্লেখযোগ্য অংশ রয়েছে।

শহীদ

আরো পড়ুন  

×