ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে বাড়ছে ট্রেন দুর্ঘটনা, এবার যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৩:৪৯, ২১ মে ২০২৫; আপডেট: ০৩:৫৫, ২১ মে ২০২৫

ভারতে বাড়ছে ট্রেন দুর্ঘটনা, এবার যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের গাইসাল রেলওয়ে স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে চালক ও গার্ডের তাৎক্ষণিক সাড়ায় ট্রেন থামিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে।

‘ড্রাইভার ও গার্ডের সময়োচিত পদক্ষেপে ট্রেন থামানো হয় এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি’, বলেন পশ্চিমবঙ্গের আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) ইনস্পেক্টর এইচকে শর্মা।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত কয়েক মাসে ভারতে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এর আগে, মহারাষ্ট্রের জালগাঁও জেলায় চলতি বছরের শুরুতে ভুল গুজবের ভিত্তিতে ট্রেন থেকে নেমে রেললাইনে উঠলে কমপক্ষে ১২ জন যাত্রী নিহত হন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রাকিব

×