
ছবি: জনকন্ঠ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকার যুবক রাসেল খান, লেখাপড়া কম থাকায় চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করে তেমন সফলতা পাচ্ছিলেন না। হতাশ হয়ে একসময় গ্রামে ফিরে আসেন তিনি। তবে হাল না ছেড়ে মাত্র ১২ হাজার টাকা পুঁজি নিয়ে দুটি ছাগল কিনে শুরু করেন এক নতুন পথচলা। সেই ক্ষুদ্র উদ্যোগই এখন তাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য।
বর্তমানে রাসেলের খামারে ছাগলের সংখ্যা ২৪ থেকে ২৬টি, যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা। কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনার মাধ্যমে রাসেল এখন ছাগল পালন করে একজন সফল ও লাভবান খামারি।
শিক্ষাগত যোগ্যতা কম হলেও রাসেলের উদ্যম তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তার স্ত্রী ডলি আক্তার জানান, লেখাপড়ার কারণে চাকরিতে তেমন সুবিধা করতে না পারলেও ছাগলের খামার করার সিদ্ধান্ত তাদের জীবন বদলে দিয়েছে। স্বল্প পুঁজিতে শুরু করে আজ তারা আর্থিকভাবে ব্যাপক লাভবান। ডলি আক্তার আরও জানান, তিনি নিজেও খামারের কাজে তার স্বামীকে সহযোগিতা করেন।
রাসেল খানের এই সফলতা প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে শিক্ষাগত যোগ্যতা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
মুমু