ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আরএফএল গ্রুপে ১৫ জনকে নিয়োগের সুবর্ণ সুযোগ, আবেদন ২৪ মে পর্যন্ত

প্রকাশিত: ১২:১৩, ২১ মে ২০২৫; আপডেট: ১২:১৪, ২১ মে ২০২৫

আরএফএল গ্রুপে ১৫ জনকে নিয়োগের সুবর্ণ সুযোগ, আবেদন ২৪ মে পর্যন্ত

ছ‌বি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আরএফএল গ্রুপ ঢাকায় (বাড্ডা) ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এক্সপোর্ট) পদে ১৫ জন কর্মী নিয়োগ দিচ্ছে। আবেদন করার শেষ তারিখ ২৪ মে ২০২৫।

প্রার্থীদের বয়স ২২ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। যোগ্যতার ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিএবিএ) ডিগ্রি থাকা আবশ্যক; মার্কেটিং, আন্তর্জাতিক ব্যবসা, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএবিএ ও এমবিএ করা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের ভিডিও সিভি জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

দায়িত্বের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট অপারেশন তদারকি, আন্তর্জাতিক গ্রাহকদের অর্ডার প্রসেসিং, বাজার গবেষণা, শিপিং ও কাস্টমস প্রক্রিয়া তত্ত্বাবধান এবং নতুন বাজার সনাক্তকরণ। এর পাশাপাশি পণ্য উন্নয়ন টিমকে ফিডব্যাক প্রদান করাও দায়িত্বের অন্তর্ভুক্ত।

সফল প্রার্থীরা মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ৬ মাসের প্রোবেশন শেষে বেতন বৃদ্ধি পাবেন। অফিস টাইম পূর্ণকালীন।

আরএফএল গ্রুপে যারা উচ্চ মানের পেশাদারিত্ব ও গ্রাহকসেবায় আগ্রহী, তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট সুযোগ।

আরো তথ্যের জন্য আবেদন করুন ২৪ মে’র মধ্যে।

আবেদনের লিঙ্ক: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1360166&fcatId=27&ln=1

এএইচএ

×