ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ববি’র রেজিস্ট্রারের দায়িত্বে ড. মুহাম্মদ মুহসিন

প্রকাশিত: ১৭:২৫, ২১ মে ২০২৫

ববি’র রেজিস্ট্রারের দায়িত্বে ড. মুহাম্মদ মুহসিন

ছ‌বি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে। 

আজ বুধবার (২১ মে) সহকারী রেজিস্ট্রার প্রশাসন ড. সানজিদা সুলতানা সাক্ষরিত অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়াও পূর্বানুমোদিত হারে মাসিক আট হাজার টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।

উল্লেখ্য, ড. মুহসিন উদ্দীন ইতিপূর্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সদ্য সাবেক ভিসি ড. শুচিতা শরমিন কর্তৃক অধ্যাপক মুহসিন উদ্দীনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদ থেকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যহতি দেওয়া হয়েছিলো।

আলিফ

×