
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নে ইট প্রস্তুত ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে।
বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। অভিযানে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান, মুরাদনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা গেছে, মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুতের অভিযোগে শারমিন ব্রিকস্, এস.আর. ব্রিকস্ ও মদিনা ব্রিকস্ নামের তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শারমিন ব্রিকস্কে ৫০ হাজার, এস.আর. ব্রিকস্কে ৭০ হাজার এবং মদিনা ব্রিকস্কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শারমিন ব্রিকস্-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইট পোড়ানোর চেম্বার ভেঙে দেয় প্রশাসন।
এ বিষয়ে ইউএনও আবদুর রহমান সাংবাদিকদের বলেন, “অবৈধ ইটভাটা, কৃষিজমির মাটি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
শহীদ