ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শিগগিরই অভিযান: ইউএনও তানভীর হোসেন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০১:৪৫, ২২ মে ২০২৫

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শিগগিরই অভিযান: ইউএনও তানভীর হোসেন

অবৈধ ডায়গনস্টিক সেন্টার বা রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ সকল অবৈধ ডায়গনস্টিক সেন্টারগুলো নিয়ম নীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাই অনুমোদনহীন এ সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান পরিচালিত হবে। এছাড়া বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। 

বুধবার (২১ মে) কুমিল্লার বুড়িচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় আরো জানানো হয়, বুড়িচং উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, মেয়াদোত্তীর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ ও আসন্ন ঈদুল আযহাকের সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জাল নোট ও প্রতারকদের সনাক্তকরণ এবং কুরবানীর পর চামড়া পাচার রোধে কাজ করবে প্রশাসন। 

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকূল আফতাব ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অক্ষরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

রাজু

×