
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ‘সরকার স্বীকার করে নিয়েছেন দেশে গণতন্ত্র নাই, এই সরকার গণতান্ত্রিক সরকার না।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘একই সরকার আবার বলছেন, আমাদের ম্যান্ডেট আছে। গণতন্ত্র ছাড়া ম্যান্ডেট হয় কীভাবে? বিপ্লবী ম্যান্ডেট?’
‘সরকার যে বলে অভ্যুত্থানের ম্যান্ডেট, সকল দলের সমর্থনে অভ্যুত্থানের ম্যান্ডেট, সকল দলের সমর্থন আসলে কীভাবে, কোন পদ্ধতিতে, কখন দেওয়া হয়েছে? গণতন্ত্র ছাড়া সরকারকে কি ফেসবুকনির্ভর, সোশ্যাল মিডিয়ানির্ভর ম্যান্ডেট দেওয়া হয়েছে?’
আগামী নির্বাচন প্রসঙ্গে আব্দুন নূর তুষার বলেন, ‘ভিন্ন ভিন্ন জায়গাতে প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে, মব তৈরি করে একটা ধারণা দেওয়ার, বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে, নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই।’
রাকিব