ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১২:৫২, ২২ মে ২০২৫

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

ছবিঃ সংগৃহীত

বিদেশগামী বাংলাদেশিদের বৈধভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে। এখন থেকে কোনও ব্যাংক এ খাতে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নিতে পারবে না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া জানান, অনেক ব্যাংক অতিরিক্ত সার্ভিস চার্জ, কমিশন এবং ভিন্ন ভিন্ন এনডোর্সমেন্ট ফি নিচ্ছে, যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করছে।

“এই অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট নির্দেশনা দিয়েছে—এখন থেকে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা ধার্য করা হয়েছে। এর বাইরে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না,” বলেন উপদেষ্টা।

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে জনগণকে বৈধ পথে বিদেশি মুদ্রা ক্রয়ে উৎসাহিত করা হচ্ছে। সরকার চায়, প্রবাসী বা ভ্রমণকারী নাগরিকরা সহজেই ও স্বচ্ছ প্রক্রিয়ায় মুদ্রা সংগ্রহ করতে পারেন।

তথ্যসূত্রঃhttps://www.bssnews.net/news-flash/274463#:~:text=%22Banks%20can%20now%20charge%20a,endorsement%20amount%2C%22%20he%20added.

মারিয়া

×