
৮ মে ২০২৫ তারিখে Prison Directorate, Bangladesh এবং Mover Solar & Renewable Energy Ltd.-এর মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের কারাগার ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যুগে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল।
চুক্তির আওতায় দেশের কারাগারগুলোর ছাদে OPEX Model-এ সৌর প্যানেল স্থাপন করা হবে, যা নেট মিটারিং সিস্টেমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পর, অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।ফলে বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি সরকারি রাজস্ব ও জিডিপিতেও অবদান রাখবে বাংলাদেশ জেল বিভাগ।
প্রথম পর্যায়ে এই উদ্যোগের আওতায় আসছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, যা পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কার্যকারিতা প্রমাণ করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই সবুজ বিদ্যুৎ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
চমকপ্রদ তথ্য হচ্ছে, সরকার বা বাংলাদেশ জেল বিভাগের কোনো আর্থিক ব্যয় ছাড়াই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। Mover Solar & Renewable Energy Ltd. এ প্রকল্পে সম্পূর্ণ বিনিয়োগ করবে বৈদেশিক মুদ্রায়, যা দেশের জন্য এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
বাংলাদেশ জেল জানিয়েছে, “নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের অভিষ্ঠ লক্ষ্য পূরণে এ উদ্যোগ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে, এবং এতে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।”
আফরোজা