
সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক ন্যায়বিচারের আশায় যারা একসময় রাজপথে নেমেছিলেন, তাদের একজন ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধু অভিনয় নয়, সমাজ ও রাষ্ট্র নিয়ে নিজের অবস্থান প্রকাশেও তিনি ছিলেন সোচ্চার।
তবে সাম্প্রতিক সময়ের বাস্তবতায় হতাশ ও ক্ষুব্ধ এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন তার স্বপ্ন আজ ভেঙে চুরমার। বাঁধন বলেন, “আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো দেশের; যেখানে ন্যায়বিচার, সততা আর আশার জায়গা থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন শুধু স্বপ্নই ছিল। পরিবর্তনের যে আশা নিয়ে রাজপথে নেমেছিলাম, তা আজ ধুলোয় মিশে গেছে।”
তিনি বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন এলেও পুরোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি। “একই দুর্নীতিগ্রস্ত, পচে যাওয়া সিস্টেম এখনো টিকে আছে। এটা প্রকৃত পরিবর্তনের সম্ভাবনাকেই দমন করে ফেলছে,” বলেন বাঁধন। তিনি আরও বলেন, “আমি শুধু হৃদয়ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত। আমার মানসিক স্বাস্থ্য নিয়েও সমস্যায় আছি, বিষণ্নতায় ভুগছি। শেষ কয়েক মাসে ওজন বেড়েছে হতাশা থেকে। অনেক আশা ছিল, কিন্তু চোখের সামনে সব নষ্ট হয়ে যাচ্ছে।”
দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “আমরা একটি দুর্নীতিগ্রস্ত জাতি। স্বৈরশাসক চলে গেলেও সিস্টেম ঠিক থাকেনি। উপদেষ্টা পরিষদের সবাই ভালো মানুষ হলেও তারা এই সিস্টেম ভাঙতে পারেননি। তাই তাদেরও দায় রয়েছে। বর্তমান সরকার এই দায় এড়াতে পারে না।”
তবে অভিনয় থেকে দূরে যাননি বাঁধন। বরং তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার’ ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সানি সানোয়ার পরিচালিত এই ছবিতে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ প্রমুখ।
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাঁধন এর আগে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, বলিউডেও অভিনয় করেছেন। এবার নিজের দেশ নিয়ে ক্ষোভ, হতাশা ও মানসিক যন্ত্রণার কথা প্রকাশ করে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
হ্যাপী