ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গোলাপঘাট গ্রামের শিক্ষার্থীদের রেকর্ড সফলতা চবি সমাবর্তনে

ইউনুস মিয়া,নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি 

প্রকাশিত: ২২:২৮, ২২ মে ২০২৫

গোলাপঘাট গ্রামের শিক্ষার্থীদের রেকর্ড সফলতা চবি সমাবর্তনে

দৈনিক জনকণ্ঠ

চা বাগান, ঢিলা-পাহাড়, উঁচু-নিচু আর আঁকাবাঁকা সড়ক বেষ্টিত ফটিকছড়ির লেলাং ইউনিয়নের একটি গ্রাম গোপালঘাটা। প্রকৃতির ছাউনিতে ঘেরা ছবির মত সুন্দর গ্রামটির সাম্প্রতিক এক সাফল্যে তাক লাগিয়ে দিয়েছে গোটা ফটিকছড়ি উপজেলা।

এ গ্রামের ২৭ জন কৃতি শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষে  করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ছবি) ৫ম সমাবর্তনে অংশ নিয়েছেন। চবির বিভিন্ন অনুষদ থেকে এ ২৭ শিক্ষার্থী নানা মেয়াদে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। 

অথচ, একসময় গোপালঘাটা গ্রামটি সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও শিক্ষা ক্ষেত্রে তুলনামুলকভাবে পিছিয়ে ছিল। তবে, কালের বিবর্তনে এ গ্রামটি এখন শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ নানা কারণে উপজেলার মডেল গ্রামে পরিণত হয়েছে। এ জনপদে প্রবেশদ্বারের প্রধান তোরণটি পরিচয় করিয়ে দেয় কতটা এগিয়েছে গোপালঘাটা গ্রামটি।

এ বিষয়ে সমাবর্তনে অংশ নেয়া চবির আইন অনুষদের প্রাক্তন ছাত্র জিয়াউল হক জিয়া বলেন, একটি গ্রাম থেকে ২৭ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সমাবর্তনে অংশ নেয়া বিশাল ব্যাপার। আশা করছি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সমাবর্তনে অংশ নেয়া জনপ্রশাসন অনুষদের শিক্ষার্থী জান্নাতুল নাইম বলেন, অনেক বছর পর প্রাণের ক্যাম্পাসে সমাবর্তন হয়েছে। এ সমাবর্তনে আমাদের গ্রাম থেকে একসাথে ২৭জন সন্তান অংশ নিয়েছেন, এটা বড় গর্বের বিষয়।

গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, নিঃসন্দেহে ২৭জন শিক্ষার্থী বর্তমান প্রজন্মের কাছে আদর্শ ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব নাছির উদ্দীন সিকদার বলেন, ২৭ জন কৃতি শিক্ষার্থীরা দেশ গঠনে ছড়িয়ে পড়বে এবং গোপালঘাটা গ্রামকে সারাদেশে পৌঁছে দিবে সেটা কামনা করি।

লেলাং ইউনিয়ন পরিষদ সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ বলেন, এ ২৭ জন শিক্ষার্থীর দলটি সমাবর্তনে অংশ নিয়ে কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র দেশজুড়ে গোপালঘাটা গ্রামকে আলোকিত করেছেন।

লেলাং ইউনিয়নের সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার শহিদুল আজিম আজাদ বলেন, এটা গোপালঘাটা গ্রামই কেবল নয়, লেলাং ইউনিয়নকে ইতিবাচক ভাবে উপস্থাপন করেছে৷ 

হ্যাপী

×