ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে: কলেজ অধ্যক্ষ বশির আহমেদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৪২, ২২ মে ২০২৫

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে: কলেজ অধ্যক্ষ বশির আহমেদ

পটুয়াখালীর কলাপাড়ায় ‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ধানখালী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের বিভিন্ন বর্ষের ৮ জন শিক্ষার্থী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ বশির আহমেদ, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মডারেটর ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক মো. মামুন হোসেন ও মোসাম্মৎ রেহেনা পারভিন।

ধানখালী ডিগ্রি কলেজ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। বিষয়ের পক্ষের প্রতিযোগী ছিলেন শিক্ষার্থী মোসাম্মৎ ফারজানা, উম্মে হানি, লামিয়া ও আশুরা। বিপক্ষের পক্ষ থেকে অংশ নেন শিক্ষার্থী মোঃ সোহেল, তাজিয়া, মারিয়া ও রণি।বিজয়ী ও বিজিত দলের প্রত্যেককে পরিবেশ বিষয়ক বই প্রদান করা হয় এবং দলীয়ভাবে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার জিতে নেন শিক্ষার্থী মারিয়া।

বিশেষ বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, কলেজ শিক্ষক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন বিষয়ের প্রভাষকবৃন্দ।

প্রতিযোগিরা জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি তারা টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অপরিহার্য বলে উল্লেখ করেন।

কলেজ অধ্যক্ষ মো. বশির আহমেদ বলেন, “বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভের পাশাপাশি মেধা বিকাশের সুযোগ পায়। তাই শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন।”

রাজু

×