ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সন্দীপ রেড্ডির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা

প্রকাশিত: ১৯:০১, ২২ মে ২০২৫

সন্দীপ রেড্ডির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা

ছবি :সংগৃহীত

গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস। বলা হচ্ছিল, দুজনে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’- এও একসঙ্গে কাজ করবেন তারা। কিন্তু তা আর হচ্ছে না।

শোনা যাচ্ছে, দীপিকাকে নিজের এই সিনেমা থেকে বাদ দিয়েছেন পরিচালক সন্দীপ; দাবি করেন, অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা রয়েছে দীপিকার।

কয়েক বছর ধরে বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছে। করণ জোহর, অনুরাগ কশ্যপসহ অনেক প্রযোজক ও নির্মাতা অকপটে বলেছেন, তারকাদের আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে হিন্দি সিনেমা ডুবতে বসেছে। আরও একবার পারিশ্রমিক বিতর্ক নিয়ে সরগরম বলিউড। এবার গোল বেধেছে দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক নিয়ে।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে, যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন।

দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। জানা গিয়েছিল, দীপিকা ছবির জন্য ২০ কোটি রুপি পেতেন। কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে ছবি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজ করছেন ।

 

সা/ই

×