
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এফবিসিসিআই নির্বাচন
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এফবিসিসিআই নির্বাচন করার প্রস্তুতি চলছে। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ কে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই-এর বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। সংগঠনটি বলেছে, ব্যবসায়ীদের চাহিদা অনুসারে যুগোপযোগী বিধি প্রণয়ন আগামী প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে। এই বিধি আগামীতে এফবিসিসিআইসহ দেশের সকল বাণিজ্য সংগঠন দখলদারমুক্ত হয়ে স্বকীয়তা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাড়ে তিন কোটি ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করবে। এর আগে বুধবার বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ জারি করে সরকার। খুব শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ওই বিধিমালায় বলা হয়েছে- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (এফবিসিসিআই) দেশের সব বাণিজ্য সংগঠনে সভাপতি, সহসভাপতিসহ সমস্ত পদে সরাসরি ভোটে নির্বাচন এবং পর পর দুইবার নির্বাচিত হলে কেউ তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। এ ছাড়া নতুন বিধিমালার আওতায় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে সভাপতিসহ পরিচালক সংখ্যা ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১৫ জন করে মোট ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এ ছাড়া এই দুই গ্রুপ থেকে ৫ জন করে মোট ১০ জন মনোনীত পরিচালক নির্বাচন করবেন সরাসরি ভোটে নির্বাচিত পরিচালকরা। এর বাইরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে একজন এবং উইমেন অ্যাসোসিয়েশন থেকে একজন মনোনীত পরিচালক নির্বাচিত হবেন।
নতুন এই বিধিমালাকে ব্যবসায়ীদের একটি অংশ স্বাগত জানালেও অপর অংশ মনে করছে এর ফলে বাণিজ্য সংগঠনে নেতৃত্বের সংকট তৈরি হবে। এমনকি নেতৃত্ব মেধাশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা বলছেন, এটি কালো আইন। এই আইনের ফলে বাণিজ্য সংগঠনে যোগ্য নেতৃত্বের অভাব দেখা দেবে। সম্প্রতি ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন ও মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, নতুন বিধিমালা সংকট আরও বাড়িয়ে দিয়েছে।
তবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালাকে স্বাগত জানিয়ে লিখিত বক্তব্য উত্থাপন করেন এফবিসিসিআই-এর বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপদেষ্টা আবুল কাশেম হায়দার, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, সদস্য বেলায়েত হোসেন ভূঁইয়া, আনিসুর রহমান বাদশা, ড. হাসিব মাহমুদ, ফিরোজ আলম, সাঈদা আখতার প্রমুখ।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার বিভিন্ন প্রতিষ্ঠান জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। সাধারণ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন বিধিমালা প্রণয়ন ও এফবিসিসিআই এর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। সারাদেশে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করা হয়। নেতারা বলেন, এই বিধিমালার অধীনে এফবিসিসিআই প্রশাসক খুব শীঘ্রই নতুন নির্বাচনের পদক্ষেপ নেবেন। আমরা আশা করি, আগামী নির্বাচনে সাড়ে তিন কোটি ব্যবসায়ীর প্রিয় সংগঠন এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্যরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব তৈরি করবেন। যারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নিঃস্বার্থভাবে কাজ করবেন।
সব বাণিজ্য সংগঠনে সরাসরি ভোট হবে ॥ এফবিসিসিআইসহ দেশের সব বাণিজ্য সংগঠনে সভাপতি, সহ-সভাপতিসহ সমস্ত পদে সরাসরি ভোটে নির্বাচন এবং পর পর দুইবার নির্বাচিত হলে কেউ তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। এতদিন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে পরিচালক থাকতেন ৮০ জন, যাদের মধ্যে ৩৪ জন মনোনীত হতেন। একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাড়াও চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে তিনজন করে মোট ছয়জন ভাইস প্রেসিডেন্ট মনোনীত হতেন।
নতুন বিধিমালায় চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে একজন করে মোট দুজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। মনোনীত পরিচালক নির্বাচনের বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, নির্বাচিত পরিচালনা পর্ষদ তাদের প্রথম সভায় চেম্বার ও অ্যাসোসিয়েশনের বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কোষাগারে বছরে কী পরিমাণ রাজস্ব দেয়, তা বিবেচনায় নিয়ে উপস্থিত পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে চেম্বারগুলো থেকে ৫ জন এবং অ্যাসোসিয়েশনগুলো থেকে ৫ জন পরিচালকসহ দুই নারী পরিচালক মনোনীত হবেন। কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশন থেকে একজনের বেশি পরিচালক মনোনয়ন দেওয়া যাবে না এবং মনোনীত পরিচালকদের অবশ্যই এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য হতে হবে।
বিধিমালায় আরও বলা হয়েছে, সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ২৪ মাস। পর্ষদের কোনো ব্যক্তি পর পর দুই মেয়াদ শেষে একটি নির্বাচনে অংশগ্রহণ না করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাণিজ্য সংগঠন বিধিমালার গেজেট জারি হয়েছে। খুব শীগঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।