
দেশের এই ক্রান্তিলগ্নে জুলাই আন্দোলনের সব শক্তিকে `জুলাইকে ধারণ` করে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (চক্ষু বিশেষজ্ঞ) ডাক্তার জাকিয়া ফারহানা।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
ডাক্তার জাকিয়া ফারহানা লিখেন, ব্যক্তিগত ও দলীয় বিভেদ ভুলে গিয়ে দেশকে সবার আগে ভালোবেসে ঐক্য অনিবার্য।
তিনি সতর্কতার আহ্বান জানিয়ে লিখেন, হয় জুলাই আন্দোলনকে ধারণ করে ঐক্য চলমান রাখতে হবে, না হয় অতল গহব্বরে আবার দেশ তলিয়ে যাবে।
জাকিয়া ফারহানা আরো লিখেন, এটাই সময়ের প্রয়োজন। আগামীর প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে স্পর্শকাতর।
রিফাত