
ছবি: সংগৃহীত
বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবক ও এক নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, অভিযুক্তরা মঙ্গলবার ও বুধবার ব্যান্ড্রা (পশ্চিম) এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৃথকভাবে প্রবেশের চেষ্টা করেন। গ্রেফতারকৃত যুবকের নাম জিতেন্দ্র কুমার সিংহ (২৩) এবং নারীর নাম ঈশা ছাবরা (৩২)।
পুলিশের মতে, ছত্তিশগড়ের বাসিন্দা সিংহ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে সালমান খানের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাকে সরে যেতে বলেন। উত্তরে সিংহ রেগে গিয়ে তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, সিংহ এক প্রতিবেশীর গাড়ির পেছনে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশে সক্ষম হন। পুলিশ তখন তাকে আটক করে ব্যান্ড্রা থানায় হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদে সিংহ দাবি করেন, তিনি অভিনেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি বলেন, পুলিশ তাকে ভেতরে ঢুকতে না দেওয়ায় তিনি লুকিয়ে প্রবেশের চেষ্টা করেন।
পরদিন ভোর রাত ৩টা ৩০ মিনিটে ঈশা ছাবরা একইভাবে প্রবেশের চেষ্টা করেন এবং লিফট পর্যন্ত পৌঁছে যান। এরপর তাকেও আটক করা হয়।“দুই অভিযুক্তকেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশের মামলা দায়ের করা হয়েছে,” জানান এক কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি ছোঁড়ে। পরে জানা যায়, এটি লরেন্স বিশ্নোই গ্যাংয়ের পরিকল্পিত হামলা ছিল।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এক প্রতিবেদনে জানায়, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খানকে অপছন্দ করে বিশ্নোই গ্যাং। এই ঘটনার জন্যই তারা তাকে টার্গেট করে।
বহুবার হুমকি পাওয়ায় সালমান খান বর্তমানে ‘ওয়াই-প্লাস’ নিরাপত্তা সুবিধার আওতায় আছেন। তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।হামলার কয়েক মাস পর, একই গ্যাং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকীকে হত্যা করে। তিনি সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
চলতি বছরের মার্চ মাসে, নিজের নতুন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায় মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সালমান খান বলেন, “সাংবাদিকদের সঙ্গে থাকলে সমস্যা হয় না, কিন্তু তাদের ছাড়া চলাফেরা করতে পারি না। এখন শুধু গ্যালাক্সি থেকে শুটিং লোকেশনে যাই, তারপর সোজা ফিরে আসি। কোথাও যেতে পারি না।”
শহীদ